Studypress News

২০২০ পর্যন্ত বাড়লো ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ’

26 Oct 2016

২০২০ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে 'একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ'।

# প্রকল্পটি ৬৪ জেলার ৪৯০ উপজেলার ৪০ হাজার ৯৫০টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে।

# প্রকল্পটির আওতায় পরিবারগুলোকে অর্থনৈতিক ইউনিট হিসেবে তৈরি করা হয়।

# প্রকল্পটি নেওয়া হয় ২০২০ সালের মধ্যে দারিদ্র হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে।

# এই প্রকল্পের আওতায় গরিব মানুষকে বিনিয়োগের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।

# আবার তাঁদের সঞ্চয় রাখার ব্যবস্থাও করা হয়।

# সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পরিচালিত হয় 'একটি বাড়ি একটি খামার প্রকল্প’।

# একটি বাড়ি একটি খামার থিমটিকে বাংলাদেশের প্রেক্ষাটে ৪টি মডেলে বাস্তবায়ন করা যায়। প্রথমটি ভূমিহীন এবং প্রান্তিক কৃষকদের জন্যে, দ্বিতীয়টি ক্ষুদ্র বা ছোট কৃষকদের জন্যে, তৃতীয়টি মাঝিরি কৃষকদের জন্যে এবং চতুর্থটি বড় কৃষকদের জন্যে।