Studypress News
প্রথমবারের মত নারী নির্বাচন কমিশনার
08 Feb 2017

দেশে প্রথমবারের মত মহিলা ইলেকশন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। দেশে প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম। স্বাধীনতার পর এবারই প্রথম একজন নারী নির্বাচন কমিশনার হলেন।
এর আগে নির্বাচন কমিশনে ১১ জন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ২৩ জন নির্বাচন কমিশনার (ইসি) দায়িত্ব পালন করেন। এর মধ্যে কেউ নারী ছিলেন না।
বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে কর্তৃত্বের তিনটি পদই নারীদের হাতে। সংসদ নেতার দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং সংসদ উপনেতা হিসেবে আছেন সৈয়দা সাজেদা চৌধুরী।
এছাড়াও জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন শিরীন শারমিন চৌধুরী। সংসদের বাইরে থাকা বড় দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
Important News

Highlight of the week
