Studypress News
সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেন রজার ফেদেরার
17 Oct 2017

ওয়ার্ল্ড টেনিস র্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা রাফায়েল নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। এ নিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জয় করলেন ফেদেরার। ফাইনালে নাদালকে ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়ে দেন ফেদেরার। শিরোপা জিততে মাত্র ৭২ মিনিটে সময় নিয়েছেন সুইস কিংবদন্তি।
এই বছর নাদালের বিপক্ষে ফেদেরারের এটি চতুর্থ জয়। এ বছর শিরোপা জিতেলেন মোট ছয়টি। আর সব টুর্নামেন্ট মিলিয়ে হেরেছেন মাত্র ৪ ম্যাচে। সাংহাই মাস্টার্স দিয়ে ক্যারিয়ারের ৯৪তম শিরোপা জিতলেন ৩৬ বছর বয়সি ফেদেরার।
শিরোপা রেকর্ডে ফেদেরার এখন ইভান লেন্ডলের সঙ্গী হলেন। দুজনেই জিতেছেন ৯৪ টি করে শিরোপা। সবচেয়ে বেশি ১০৯টি শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমি কনর্স।
প্রশ্ন: সাংহাই মাস্টার্স টেনিস টুর্নামেন্ট ২০১৭ কে জিতেছেন?
ক) দেল পেত্রো
খ) রজার ফেদেরার
গ) রাফায়েল নাদাল
ঘ)এন্ডি মারে
Important News

Highlight of the week
