Studypress News
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন ফাহিমা
10 Jul 2018

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন ফাহিমা খাতুন ।
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন ফাহিমা। ৪ ওভারে ৮ রান দিয়ে এই লেগ স্পিনার নিয়েছেন ৪ উইকেট, যার মধ্যে তিনটি ছিল টানা তিন বলে।
বাংলাদেশের হয়ে এর আগে ওয়ানডেতে একটি হ্যাটট্রিক ছিল। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেটি করেছিলেন আরেক লেগ স্পিনার রুমানা আহমেদ।
উট্রেক্টে ফাহিমা নিজের দ্বিতীয় ওভারে আউট করেন নিশা আলিকে। এরপর তৃতীয় ওভারের শেষ তিন বলে তিনটি উইকেট নিয়ে করেন হ্যাটট্রিক। পরে শেষ ওভারে উইকেট না পাওয়ায় নেওয়া হয়নি ৫ উইকেট। তার ৮ রানে ৪ উইকেট টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং।
ফাহিমার দারুণ বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে এদিন ৩৯ রানেই গুটিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত।
ফাহিমার এই হ্যাটট্রিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সব দেশ মিলিয়ে অষ্টম হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসমাভিয়া ইকবাল।
Important News

Highlight of the week
