Studypress News
উইকিপিডিয়ায় যুক্ত হলো সাঁওতালি ভাষা
11 Sep 2018

উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবার যুক্ত হলো সাঁওতালি ভাষা। ২ আগস্ট, ২০১৮ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া (sat.wikipedia.org)। দীর্ঘদিন ধরে উইকিমিডিয়া ইনকিউবেটরে নানা পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে সাঁওতালি ভাষার উইকিপিডিয়ার সবার জন্য উন্মুক্ত করা হয়। ইতিমধ্যে নতুন ভাষার এ ওয়েবসাইটে ছয় শতাধিক নিবন্ধ যুক্ত হয়েছে। নতুন এ ভাষার উইকিপিডিয়াসহ সবমিলিয়ে বর্তমানে ৩০১টি ভাষায় উইকিপিডিয়া চালু হলো।
সর্বশেষ তথ্য অনুযায়ী সাঁওতালি ভাষার মানুষের সংখ্যা ভারতে প্রায় ৬৫ লাখ, বাংলাদেশে ২ লাখ ২৫ হাজার ও নেপালে ৫০ হাজার। বেশিরভাগ সাঁওতালি ভাষাভাষী মানুষ ভারতের ঝাড়খণ্ড, আসাম, বিহার, ওড়িশা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে।
সাঁওতালি ভাষার উইকিপিডিয়া সাঁওতালিদের নিজস্ব লিপি অলচিকি লিপি ব্যবহার করে করা হয়েছে। উইকিপিডিয়াতে বাংলা সংস্করণ ২৭ জানুয়ারি ২০০৪ সালে প্রথম যাত্রা শুরু করে।
Important News

Highlight of the week
