Studypress News
‘বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ’: বিশ্বব্যাংক
02 Jul 2015

যেসব দেশের মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) এক হাজার ৪৬ থেকে চার হাজার ১২৫ ডলার, সেগুলোকে নিম্ন মধ্যম আয়ের দেশ বলা হয়। সে তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশ।
১ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও আরো তিনটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো কেনিয়া, মিয়ানমার ও তাজিকিস্তান। এতদিন এগুলো নিম্ন আয়ের দেশ হিসেবে পরিচিত ছিল।
বিশ্বব্যাংকের সর্বশেষ উপাত্ত অনুযায়ী, নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে মঙ্গোলিয়া ও প্যারাগুয়ে। তাদের জিএনআই চার হাজার ১২৬ থেকে ১২ হাজার ৭৩৫ ডলার।
গৃহযুদ্ধাবস্থা এবং তেলশিল্পে অচলাবস্থার কারণে দক্ষিণ সুদান নিম্ন মধ্যম থেকে নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছে। তাদের জিএনআই এক হাজার ৪৫ বা তার চেয়ে কম।
এ বছর মাথাপিছু জিএনআইয়ের র্যাংকিংয়ে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি। দেশ দুটি যথাক্রমে ১৩ এবং ৮ ধাপ এগিয়েছে। অন্যদিকে এশিয়ার দুই দেশ ওমান ও তিমুরের অবস্থান ১৫ ধাপ করে পিছিয়েছে।
Important News

Highlight of the week
