Studypress News
বিশ্বের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক
21 Jun 2016

২০১৬ সালে বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থার স্বীকৃতি পেয়েছে ব্র্যাক। জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন এনজিও অ্যাডভাইজার বিশ্বের সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ডের বিষয়ে নিরীক্ষা চালানোর পর এ ঘোষণা দেয়।বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারার প্রবর্তন ও টেকসই উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে। তালিকায় উল্লেখযোগ্য এনজিওগুলোর মধ্যে রয়েছে অক্সফাম (পঞ্চম), সেভ দ্য চিলড্রেন (নবম) এবং গ্রামীণ ব্যাংক (দ্বাদশ)।
# বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১২টি দেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে থাকে।
# বর্তমানে বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ ব্র্যাকের এসব কর্মসূচির সুবিধাভোগী।
Important News

Highlight of the week
